নির্বাচিত কবিতা:
ক্ষুধার্তের আর্তি শুনুন
-কবি শাহীন চৌধুরী ডলি
আগুনঝরানো তপ্ত দিনে ক্ষুধার জ্বালায়
ওষ্ঠাগত প্রাণ কেঁদে মরে একমুঠো অন্নের দায়,
পাতে গরম ভাতে জল দেওয়া পান্তা
সে ক্ষুধার্তের বিলাসিতা।
চাই নাকো সাথে মোদের ভাজা গরম ইলিশ
হরেক পদের ভর্তা, ভাজি।
মিইয়ে যাওয়া পচাগন্ধী
একটু পান্তা হলেই বর্তে যাই,
পিঁয়াজ, মরিচ না পেলে নাই
সাথে কেবল একটু নুন চাই।
লাল সাদা আনকোরা শাড়ী ব্লাউজ চাই নাকো
নতুন সফেদ বা লাল পাঞ্জাবী, গামছা ।
কেউ কি আছেন, দেবেন লজ্জা নিরাবণের
প্রয়োজনীয় গাত্রাবরণ?
উজানের ভেসে আসা বেনো জলে
ভেসে গেছে সব সুখ
তলিয়ে গেছে ফসলী জমি, ঘরদোর, গোয়াল,খোঁয়াড়
গবাদিপশুর অন্ন তৃণলতাগুল্ম সব জলে গেছে ডুবে,
জলের দরে বেঁচে দিতে হলো
হাঁস মুরগী গবাদিপশু।
জীবিকার বন্দোবস্ত নেই, দু'মুঠো ভাত নেই ,
ঋণের বোঝা কিভাবে চুকাবো দিশেহারা ভারী।
যা ছিল সঞ্চয় তাতে অবশিষ্ট বলে নেই কিছু আর
আপনারা সব ধনবান বাঙালি,
আমাদের দু:খে আপনাদের কাঁদে নাকো প্রাণ?
বর্ণিল সাজে নিজেদের সাজিয়ে মংগল যাত্রা করেন
মোদের মংগল কিসে হবে তা কি ভেবে দেখেছেন?
অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার আমরাও চাই।
যে টাকায় আলপনা আঁকেন, তা না করে
আমাদের ক্ষুধার জ্বালা মিটান।
আর কত সাজবেন সঙ
ক্ষুধার্তের আর্তির উত্তর দিন,
একা একাই সবকিছু কেন নিজের ভোগে নিন?
রচনাকাল: ১লা বৈশাখ ১৪২৪, উত্তরা, ঢাকা।
ক্ষুধার্তের আর্তি শুনুন
-কবি শাহীন চৌধুরী ডলি
আগুনঝরানো তপ্ত দিনে ক্ষুধার জ্বালায়
ওষ্ঠাগত প্রাণ কেঁদে মরে একমুঠো অন্নের দায়,
পাতে গরম ভাতে জল দেওয়া পান্তা
সে ক্ষুধার্তের বিলাসিতা।
চাই নাকো সাথে মোদের ভাজা গরম ইলিশ
হরেক পদের ভর্তা, ভাজি।
মিইয়ে যাওয়া পচাগন্ধী
একটু পান্তা হলেই বর্তে যাই,
পিঁয়াজ, মরিচ না পেলে নাই
সাথে কেবল একটু নুন চাই।
লাল সাদা আনকোরা শাড়ী ব্লাউজ চাই নাকো
নতুন সফেদ বা লাল পাঞ্জাবী, গামছা ।
কেউ কি আছেন, দেবেন লজ্জা নিরাবণের
প্রয়োজনীয় গাত্রাবরণ?
উজানের ভেসে আসা বেনো জলে
ভেসে গেছে সব সুখ
তলিয়ে গেছে ফসলী জমি, ঘরদোর, গোয়াল,খোঁয়াড়
গবাদিপশুর অন্ন তৃণলতাগুল্ম সব জলে গেছে ডুবে,
জলের দরে বেঁচে দিতে হলো
হাঁস মুরগী গবাদিপশু।
জীবিকার বন্দোবস্ত নেই, দু'মুঠো ভাত নেই ,
ঋণের বোঝা কিভাবে চুকাবো দিশেহারা ভারী।
যা ছিল সঞ্চয় তাতে অবশিষ্ট বলে নেই কিছু আর
আপনারা সব ধনবান বাঙালি,
আমাদের দু:খে আপনাদের কাঁদে নাকো প্রাণ?
বর্ণিল সাজে নিজেদের সাজিয়ে মংগল যাত্রা করেন
মোদের মংগল কিসে হবে তা কি ভেবে দেখেছেন?
অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার আমরাও চাই।
যে টাকায় আলপনা আঁকেন, তা না করে
আমাদের ক্ষুধার জ্বালা মিটান।
আর কত সাজবেন সঙ
ক্ষুধার্তের আর্তির উত্তর দিন,
একা একাই সবকিছু কেন নিজের ভোগে নিন?
রচনাকাল: ১লা বৈশাখ ১৪২৪, উত্তরা, ঢাকা।