নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৬ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জেলার রায়পুরায় এক মোটর সাইকেলের ৪ জন আরোহী, মাধবদীতে পল্লী সমিতি-১ এর সামনে ৩ জন এবং সদর উপজেলার বাগহাটায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা ৪ জনই ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন- শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)। তারা সকলেই শ্রমিক।অপরদিকে দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাগহাটায় এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী থানার বাহাদুরপুর গ্রামে। তাদের দুটি সন্তান হয়েছে।এদিকে দুপুর পৌনে ১টার দিকে মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী যাত্রী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাধবদী পৌর শহরের উত্তর বিরাম মহল্লার ব্যবসায়ী মুকবুল হোসেন (৫২), ময়মনসিংহের রতন মিয়া (৪০) ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রামের তাহের উদ্দিন তাহুর ছেলে নয়ন(২৬)।
জেলার রায়পুরায় এক মোটর সাইকেলের ৪ জন আরোহী, মাধবদীতে পল্লী সমিতি-১ এর সামনে ৩ জন এবং সদর উপজেলার বাগহাটায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা ৪ জনই ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন- শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)। তারা সকলেই শ্রমিক।অপরদিকে দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাগহাটায় এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী থানার বাহাদুরপুর গ্রামে। তাদের দুটি সন্তান হয়েছে।এদিকে দুপুর পৌনে ১টার দিকে মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী যাত্রী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাধবদী পৌর শহরের উত্তর বিরাম মহল্লার ব্যবসায়ী মুকবুল হোসেন (৫২), ময়মনসিংহের রতন মিয়া (৪০) ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রামের তাহের উদ্দিন তাহুর ছেলে নয়ন(২৬)।