শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

উৎসবমুখর পরিবেশে আমার নরসিংদী ফেইসবুক গ্রুপের পিকনিক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 

 নরসিংদী শহরের আরশীনগর পিকনিক স্পটে আমার নরসিংদী ফেইসবুক গ্রুপের পিকনিক অনুষ্ঠিত হয়   আজ শুক্রবার। দিনব্যাপী এই পিকনিক অনুষ্ঠানে সদস্যদের সাথে পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে উৎসব মুখর পরিবেশে সময় কাটিয়েছে। ছুটির দিনে আমার নরসিংদী  এই পিকনিক আয়োজনে পুরো দিনটিই আরশীনগর পিকনিক স্পটে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। পুরো দিনটি কে মাতিয়ে রাখতে মুখোরোচর খাবার দাবারের পাশাপাশি পরিবারের সন্তানদের জন্য ছিল আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্টান। এই সাংস্কৃতিক অনুষ্টান থেকে বাদ পড়েনি মহিলা এবং পুরুষেরা। পুরস্কার যাই থাকুক না কেন আর বিজয় যেই হোক না কেন সারাদিন কেটেছে ভিন্ন এক মনোরম পরিবেশে। জেলার মানুষের বিনোদনের খোরাক জোগাতে আরশীনগর পিকনিক স্পটের আয়োজনের শেষের পথে ঠিক সেই মুহুর্তে আমার নরসিংদী শতাধিক সদস্য ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে চির চেনা  আরশীনগর পিকনিক স্পট ঝলকিয়ে উঠেছিল। কর্তৃপক্ষের এই আন্তরিকতা এবং প্রচেষ্ঠা সফল হয়ে সেখানে একটি উন্নত মানের পিকনিক স্পট গড়ে উঠুক সেই প্রত্যাশা জেলাবাসীর। সেই সাথে শিশুদের নাচ গানএবং পুরুষদের জন্য গান ও কৌতুক সব গুলোতেই ছিল আনন্দ আর উল্লাসের ফোয়ারা। প্রতিনিয়ত সদস্যদের মাঝে  আনন্দ বৃদ্ধি পেতে থাকে। নরসিংদী শহরের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী,ঠিকেদার, বিভিন্ন পেশাজীবির মানুষের সমন্বয়ে এই সংগঠনের পথচলা। এই সংগঠনের সদস্যদের  অংশগ্রহন সব মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। জীবনের শেষ মুহুর্তগুলোতে এই সংগঠনের সদস্যরা নিজেদের মনের ভাব আদান প্রদানের সুযোগের পাশাপাশি  নিজেদের কে সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনটি প্রতি নিয়ত সমাজসেবামুলক কাজ করে যাচ্ছে। ব্যতিক্রমধর্মী এই সংগঠনের সদস্যদের মাঝে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। পারস্পারিক সহযোগিতা সুলভ মনোভাব সকলের মাঝে সম্পর্কের বিদ্যমান উন্নতি সাধন হচ্ছে।   উক্ত অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন জেলার সমাজসেবক ওবিশিষ্ট ব্যবসায়ী রাসেল বিন হাসানাত ও ডা.সৈয়দ আমিরুল হক শামীম । দিনের শেষে সদস্যদের অংশ গ্রহনে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। আমার নরসিংদী গ্রুপের প্রতিষ্ঠাতা রাসকিন আহমেদ জুয়েল সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন। 
Share: