বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

নরসিংদীতে তরুণকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: 

নরসিংদীতে আজ বৃহস্পতিবার ঘটে গেল এক নৃশংস হত্যাকান্ড। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামে। ঘটনায় নিহত হয়েছেন রাসেল (২৬) পিতা- রেনু মিয়া। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, প্রতিবেশী পাষন্ড ও নৃশংস জাবেদ মিয়া এবং তার সঙ্গীরা রাসেলকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে।পারিবারিক ভিটা সীমানা ও আমগাছকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় ৭ বৎসর যাবত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে স্থানীয় শালিসের মাধ্যমে তাদেরকে মিলানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। অপরদিকে কুখ্যাত সন্ত্রাসী ও ইয়াবা সেবনকারী জাবেদ মিয়া আজ সকাল ১০ টার দিকে নিহত রাসেল এর স্ত্রীর সাথে আমগাছকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে। প্রায় ২ ঘন্টা পর রাসেল বাড়ি ফিরলে তার স্ত্রী তার সাথে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে দোকানে ফিরে যায়। অপর দিকে জাবেদ মিয়া তার দোকানের সামনে গেলে রাসেল তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ফলে এক পর্যায়ে জাবেদও উত্তেজিত হয়ে বাড়ি থেকে দা এনে রাসেলকে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এ সময় আশ পাশের লোকজনের সহায়তায় রাসেলকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতাল আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুজ্জামান গনমাধ্যমকে জানায় যে, পারিবারিক শত্রুতা এবং একটি আমগাছকে কেন্দ্র এ নৃশংস হত্যাকান্ড ঘটে। তিনি আরো বলেন যে, অপরাধী যে হোক না কেন তার বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শোকাহত রাসেলের পরিবার গনমাধ্যম কর্মীকে জানায় যে, অপরাধী জাবেদ মিয়া যেন সঠিক শাস্তি পায় এবং এরকম নির্মম ভাবে কারো যেন মৃত্যু না হয়। এদিকে মৃত রাসেলের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফনের প্রস্তুতি চলছে।
Share: