ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৩৩ কল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে এই কল সেন্টারের উদ্বোধন করেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির চেয়ারম্যান নীশিত রজনীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কল সেন্টারের এই উদ্বোধনী অনুষ্ঠান নরসিংদী জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে উপভোগ করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, সিনিয়র সহকারি কমিশনার লুবনা ফারজানা, এনডিসি মো. মাসুদুল হক, সহকারী কমিশনার মো. শাহ আলম, জাকিয়া সুলতানা, তাহমিনা আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।