বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

নরসিংদীতে বেগুনের কেজি ২ টাকা

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীতে বেগুনের অতিরিক্ত ফলন এখন কৃষকের বোঝা হয়েছে দাঁড়িয়েছে। কৃষকের মুখে হাসির বদলে কপালে নেমেছে দুশ্চিন্তার ভাঁজ। বেগুনের বাজার দরে ধস নামায় এই দুশ্চিন্তা কৃষকের চোখে-মুখে। নরসিংদীর পাইকারি বাজারগুলোতে এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে দুই টাকা দরে। মণ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়।
এতে লাভ তো দূরের কথা, বাজারে নেওয়ার পরিবহন খরচও তুলতে পারছেন না কৃষকরা। তার ওপর ঋলের টাকার ওপর চড়া সুদ। এর সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
কৃষি বিভাগ বলছে, এ বছর বেগুনের বাম্পার ফলন ও আবাদি জমির পরিমাণ বৃদ্ধি কারণে সবজির উৎপাদন বেড়েছে। ফলে বেগুনের দাম কমে গেছে। তবে শিগগিরই বেগুনের দাম বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা।
Share: