শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

ক্যান্সার রোগীর পাশে নরসিংদীর সামাজিক সংগঠন স্বপ্নতরী

আসলাম ভূঁইয়া, নরসিংদী (শিবপুর) প্রতিনিধি:
মানবসেবার উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে ১ জুন গঠিত সামাজিক সংগঠন স্বপ্নতরী নানা সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। বিগত ৩ বছর ধরে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ঢাকা মিরপুরের বাক প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত সাইফুল ইসলাম ফারুক কে আর্থিক সহায়তা প্রদান করেছে স্বপ্নতরী। তরুনদের নিয়ে গঠিত স্বপ্নতরী সংগঠন নিয়ে গত ০৩ ফেব্রুয়ারী জাতীয় দৈনিক পত্রিকা "বাংলাদেশ প্রতিদিন" এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "আমাদের বাংলাদেশ" এ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে তা দেখে বাক প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত সাইফুল ইসলাম ফারুক স্বপ্নতরী’তে সাহায্যের জন্য আবেদন করে। স্বপ্নতরী বাক প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত সাইফুল ইসলাম ফারুক কে গত ১৩ এপ্রিল চিকিৎসার জন্য এককালীন নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করে। স্বপ্নতরীর সংগঠনটির নিজস্ব কার্যালয় নরসিংদীর শিবপুর উপজেলার কামরাবো’তে এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নতরীর সদস্য, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুদান হাতে পেয়ে জনাব ফারুক সাহেব লিখিত আকারে (যেহেতু তিনি কথা বলতে পারেন না) স্বপ্নতরীর সকল সদস্যেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। ক্যান্সার আক্রান্ত সাইফুল ইসলাম ফারুক বলেন, ‘আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। স্বপ্নতরীর এই অনুদানের জন্য আমি ও আমার পরিবার কৃতজ্ঞ থাকবো।’

বিগত ৩ বছর সময় যাবত স্বপ্নতরী তাদের সীমিত সামর্থের মধ্য থেকে আরো বেশ কিছু মানবসেবা মূলক কাজ করেছে। বিশেষ ভাবে উল্লেখযোগ্য সানজিদের
চোখের আলো ফিরে পাওয়া। সানজিদ গরিব বাবার খুব আদরের সন্তান। মা নেই। বয়স ৮/৯ বছর। ছোট বেলা থেকেই চোখে দেখে না। টাকার অভাবে গরিব পিতা চিকিৎসাও করাতে পারে নি। সানজিদের বাবা স্বপ্নতরীর শরনাপন্ন হলে স্বপ্নতরীর সদস্য রা সানজিদের চোখে চিকিৎসা কারানোর সিদ্ধান্ত নেয়। ঢাকা থেকে প্রায়
৫০ হাজার টাকা খরচ করে সানজিদের চোখের সফল অপারেশন করানো হয়। সানজিদ এখন চোখে দেখতে পারে।

এছাড়া নোয়াখালী সুবর্নচরে একজন কলেজ শিক্ষকের ক্যান্সার চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে স্বপ্নতরী।
আর্থিক সামর্থের কারনে পড়াশোনা করতে না পাড়া অনেক ছাত্র ছাত্রীর কে সহায়তা করে যাচ্ছে স্বপ্নতরী। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সহ নানা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে স্বপ্নতরী। স্বপ্নতরী’র সদস্যদের সাথে কথা বলে যানা যায় তারা স্বপ্নতরী’র কার্যক্রম সারা দেশব্যাপী চালাতে চান।
Share: