সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ফেনীতে কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মনসুর আহমদ চৌধুরী,  ফেনী প্রতিনিধি:
ফেনীতে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ কর্তৃক  বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্য আর নয়। স্বাধীনতার মূলমন্ত্র বৈষম্য মুক্ত বাংলা গড় এই স্লোগানকে সামনে  রেখে কোটা প্রথার সংস্কার চাই মর্মে মানববন্ধন  ফেনী সরকারী কলেজের সামনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের ফেনী জেলা শাখার আহবায়ক রাকিব আল হাসান ও সাধারন সম্পাদক আরফাত হোসেন  নেতৃত্বেে মানববন্ধন শুরু হয় এতে যুগ্ন আহবায়ক শুভদাস, সদস্য সুজন, হাসান ফরায়েজী, তানবীর প্রমুখ আরো অনেকই উপস্থিত ছিল।  আহবায়ক রাকিব আল হাসান জানান আমাদের এ মানববন্ধন কোটা সংস্কারের মানববন্ধন যাতে করে সরকার কোটা ব্যবস্থা বাদ দিয়ে মেধা অনুযায়ী নিয়োগ দেন এমনটাই আমাদের প্রতাশ্যা সকলের।
মানববন্ধনটি  ফেনী সরকারি কলেজের সামনে  কিছুক্ষন অবস্থান করে পরে ফেনী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

   
       
Share: