নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০টায় আইন শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল আল মামুন সভার কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এড. হুমায়ূন মজিদ। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী জেলার উপজেলা ভিত্তিক অপরাধ চিত্রের তুলণামূলক বিবরণী, আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তসমূহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা টাস্কফোর্স ও চোরাচালান নিরোধ কমিটির গত মাসের সভার সিদ্ধান্তসমূহ ও জেলায় মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন।সভায় উপস্থিত ছিলেন, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, এনএসআই এর কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, বর্তমান সরকার দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। বর্তমানে নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকলের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই ভাল রাখা সম্ভব। তবে পূর্বের তুলনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সচেষ্ট ভূমিকা থাকায় চলমান অবস্থায় নরসিংদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তিনি আরো বলেন, নরসিংদীকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। আগামী ১লা বৈশাখে মুখোশ পরিধান করে কেউ উৎসব করতে পারবে না।পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, নরসিংদীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত মাসের তুলনায় ভাল। নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ যথাযথ ভাবে কাজ করে যাচ্ছে। বিগত কয়েক মাসের মাসিক তুলণামূলক অপরাধ চিত্র দেখলেই বুঝা যাবে নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কি কাজ করেছে। এরই মধ্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক ভূমিকা রেখেছে।