আক্তারুজ্জামান,নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল রহিমের নেতৃত্বে এএসআই ইয়াকুব আলী সহ সংগীয়ফোর্সের সহায়তায় মঙ্গলবার(০৩/০৪)বিকালে মাদকের বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত কামাল সরকারের ছেলে মো.সুজন সরকার(৩৮) এবং বাজেবিশারা গ্রামের মো.আবুল কাসেম মিয়ার ছেলে মো.গাফফার মিয়া (৪৫) মৃত আবুল হাসেম মিয়ার ছেলে মনির হোসেন( ৪২) মুরাদনগর থানার চন্দ্রনাইল গ্রামের মো.শিশু মিয়ার ছেলে মো.সারোয়ার মিয়া (৩০)সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের এ এসআই ইয়াকুর আলী জানান, রতনপুর ইউনিয়নের বাজেবিশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে ১০১পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল রহিম সাংবাদিকদের বলেন, আসামীদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, বুধবার(০৪/০৪)বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।