রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

নরসিংদীতে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা

সুজন বর্মণ দীপ, নরসিংদী:
 নরসিংদীতে কোটা প্রথা সংস্কারের দাবিতে  ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা  করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার   সকাল ১০.৩০ মি.  থেকে শুরু হওয়া এই পদযাত্রা চলে দুপুর ১ টা পর্যন্ত। পদযাত্রাটি নরসিংদী সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাব হয়ে পুনরায় কলেজে এসে শেষ হয়।এসময় নরসিংদীর সর্বস্তরের ছাত্র,শিক্ষক এবং সাধারণ মানুষ একাত্ত্বতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করে।

এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী স্লোগান ও হাততালি দিয়ে বিক্ষোভে অংশ নেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাঁদের দাবিগুলো তুলে ধরেছেন। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%-এর বেশি কোটা নয়’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই, সংস্কার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে নরসিংদী শহর।

কর্মসূচিতে বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

নরসিংদী সরকারি কলেজের  শিক্ষার্থী রনি মিয়া  বলেন , আমরা অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ্য থেকে আশানুরূপ উত্তর পাচ্ছি না। তাই আজ সারা দেশের ন্যায় নরসিংদীতেও পদযাত্রায় অংশগ্রহণ করেছি। আমরা অবিলম্বে কোটা প্রথা সংস্কারের দাবি জানাচ্ছি।
Share: